BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর...
      ফ্যাক্ট চেক

      পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর উইং কমান্ডার অভিনন্দনের একাধিক ফেক প্রফাইলের হদিস

      অভিনন্দন বর্তমানকে নিয়ে সোশাল মিডিয়ার যেন আর আশ মিটছে না l অনবরতই অভিনন্দন সেজে পোস্ট করা ভুয়ো প্রোফাইল সোশাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে গজিয়ে উঠছে

      By - Karen Rebelo |
      Published -  3 March 2019 7:21 PM IST
    • উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্ব দেশবাসীর কল্পনাকে এমনভাবে উদ্দীপিত করেছে যে, সোশাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক, টুইটার ও ইন্স্টাগ্রামে গত কয়েক দিনে অভিনন্দন সেজে রচিত ভুয়ো পোস্টের বান ডেকেছে ।

      এই ভুয়ো পোস্টগুলিতে প্রায়শই অভিনন্দনের নামের বানানটা সামান্য পাল্টে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে উইং কমান্ডার (Wing Commander)-এর WC কিংবা ভারতীয় বায়ুসেনার (Indian Air Force)-এর IAF, এই সংক্ষিপ্ত রূপগুলি ব্যবহৃত হচ্ছে ।

      বুম এই সব অ্যাকাউন্টই পরীক্ষা করে দেখেছে, এগুলি ২০১৯-এর ২৭ ফেব্রুয়ারি বা তার পরে তৈরি হয়েছে, যা দেখিয়ে দেয় যে এগুলি সবই ভুয়ো পোস্ট, অভিনন্দন পাক সেনার হাতে বন্দি হওয়ার পরে যেগুলি তৈরি করা ।

      যখন পাক সেনা কর্তৃপক্ষ তাদের হেফাজতে বন্দি উইং কমান্ডারের ভিডিওটি বাজারে ছাড়ে, সঙ্গে-সঙ্গে সাংবাদিক এবং তথ্য যাচাইকারীরা হামলে পড়ে এ বিষয়ে বিস্তারিত তথ্যের সন্ধানে । ভারত-রক্ষক ডট কম (bharat-rakshak.com) নামে যে সাইটটি সশস্ত্র বাহিনীর সব সদস্যের খুঁটিনাটি তথ্য সঞ্চয় করে রাখে, শুধু তার কাছেই উইং কমান্ডারের নাম ও তাঁর সার্ভিস নম্বর সংক্রান্ত তথ্য মজুত ছিল ।


      ফেক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টঃ abhinandan_varthamann_official

      যে কটি ভুয়ো অ্যাকাউন্ট বাজারে ছাড়া হয়েছে, তার মধ্যে একটি ইন্স্টাগ্রাম অ্যাকাউন্ট হল—abhinandan_vartamann_official, যাতে বর্তমান –এর সঙ্গে একটা বাড়তি n জোড়া হয়েছে l মাত্র ৩টি পোস্ট করেই এই অ্যাকাউন্টের অনুগামীর সংখ্যা এই কদিনে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ।

      ১ মার্চ এই ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট করা প্রথম ছবিটি অন্যান্য পোস্ট অবিকল টুকে দিয়েছে ।

      ফেক টুইটার অ্যাকাউন্ট
      @Abhinandan_wc

      @Abhinandan_wc অ্যাকাউন্টটি ফেব্রুয়ারি ১১ তারিখে বানানো হয়। প্রথম টুইট টি মার্চের ১লা তারিখে করা হয় । এবং প্রোফাইলটি শুধু ইন্টারনেট সংগৃহীত কিছু ছবি ব্যবহার করে পোস্ট করে। ২০০০ এর বেশি প্রোফাইল অ্যাকাউন্ট টিকে ফলো করে। এখানে প্রোফাইলের আর্কাইভ লিঙ্ক দেখুন।

      ফেক টুইটার অ্যাকাউন্ট
      @IAFAbhinandan

      এ রকমই একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট হলঃ @IAFAbhinandan , যা ২০১৯-এর ২৮ ফেব্রুয়ারি তৈরি করা হয় । এটি সম্ভবত কোনও পাকিস্তানি নাগরিকের তৈরি, কারণ তার বিবরণে লেখা—“ভারতীয় বায়ুসেনার এক পাইলট, যাঁর হৃদয় এখন পাকিস্তানের জন্য স্পন্দিত হচ্ছে ।”

      এই ভুয়ো অ্যাকাউন্টটির অনুগামীর সংখ্যা এখন ১৫০০ । অ্যাকাউন্টটির স্ক্রিনশটে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাক সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে । এটি এখন ভারতের ফেসবুক ও হোয়াট্স্যাপে ভাইরাল হয়েছে । এর আর্কাইভ সংযোগটি এখানে দেখুন ।



      ভুয়ো টুইটার অ্যাকাউন্ট @wcabhinandan_

      এই অ্যাকাউন্টটি তৈরি করা হয় ২০১৯-এর ২৮ ফেব্রুয়ারি এবং ইতিমধ্যেই এর ৫,৫০০ অনুগামী জুটে গেছে ।

      এই ভুয়ো অ্যাকাউন্টটি নিজে থেকে কোনও টুইট করেনি, কিন্তু প্রধানমন্ত্রী ও তাঁর দফতরের সরকারি হ্যান্ডেল থেকে প্রকাশিত টুইটের জবাব দিয়েছে । আর্কাইভ সংযোগ ।

      আর একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট @_WCAbhinandan তৈরি করা হয় ২০১৯-এর ১ মার্চ । আর্কাইভ সংযোগ ।

      ইতিমধ্যে ফেসবুকে বুম এই কদিনের মধ্যেই এ ধরনের অন্তত ৪০টি পেজের খোঁজ পেয়েছে ।

      ফেসবুক পেজ @AbhinandanIAF

      এই পেজটি ২৭ ফেব্রুয়ারি সৃষ্টি করা হয় এবং এর ২ হাজারের মতো অনুগামী রয়েছে । যিনি পোস্টটি তৈরি করেছেন, তিনি উত্তম পুরুষে কথাবার্তা চালান । উত্তরদাতারা অনেকে ধরতেই পারেন না যে এটি একটি ভুয়ো পোস্ট । আর্কাইভ সংযোগ ।

      এই অ্যাকাউন্টটিরও পরিচিতিতে বলা নেই যে এটি অভিনন্দনের এক অনুরাগীর পোস্ট, তাঁর নিজের নয় ।

      ভুয়ো ফেসবুক প্রোফাইল abhinandn.varthaman

      এই ভুয়ো প্রোফাইলটিতে অভিনন্দনের নামের বানানে ইংরাজি a অক্ষরটি এক জায়গায় বাদ দেওয়া হয়েছে । এখানে একটি ফেসবুক পোস্টের তারিখ পিছিয়ে দিয়ে লেখা হয়েছে, অভিনন্দন ২০০৬ সালে বায়ুসেনায় যোগদান করেন । আর্কাইভ সংযোগ ।

      Tags

      Abhinandan VarthamanFacebookFake Accountsfake newsFAKE PROFILESFeaturedIndiaINDIAN AIR FORCEInstagramPAKISTAN AIR FORCEWing Commander Abhinandanঅভিনন্দন বর্তমানইন্স্টাগ্রামফেসবুকভারতভারতীয় বায়ুসেনাভুয়ো খবরভুয়ো প্রোফাইল
      Read Full Article
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!